• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

একদফা দাবিতে গাইবান্ধায় বিএনপির পদযাত্রা



নিজস্ব প্রতিবেদক►

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে গাইবান্ধায় পদযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও যুবদল নেতা রাগীব হাসান চৌধুরী প্রমুখ। পদযাত্রায় জেলার সাত উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বলেন, আজ দেশে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার নেই। এ জন্য রাজপথে নেমেছেন হাজারো নেতা-কর্মী। মানুষের ভোটের অধিকার, কথা বলা ও মত প্রকাশের অধিকার নেই। সর্বগ্রাসী দুর্ণীতি আর দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তাই দেশ ও মানুষকে বাচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচন কালিন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।